নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের ট্রাফিক পুলিশদের নিয়ে আজ বিজয়া সম্মেলনী করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।আজ মেদিনীপুরের কোতওয়ালী থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে মূলত ট্রাফিক পুলিশ কর্মীদের কাজে উৎসাহ বাড়াতে মিষ্টি মুখ করানো হয়। এছাড়াও আজ ট্রাফিক পুলিশদের জন্য একটি অফিসের উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার জানান,”মেদিনীপুর ও খড়গপুর শহরের ট্রাফিক ব্যবস্থা আগের থেকে অনেক বেশী ভালো হয়েছে।সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী মিলিয়ে যদি ট্রাফিক ব্যবস্থার উন্নতি দেখেন,এখন মোট ১৬ টি উইং রয়েছে। সব ট্রাফিক উইংসে আমরা ফোর্স ও সিভিক ভলান্টিয়ার দিয়েছি, তাদের প্রশিক্ষনও দেওয়া হয়েছে। সব ট্রাফিক উইংসে অফিসার নেই কিন্তু আমাদের ৬ টি ট্রাফিক উইংসে অফিসার আছে, তারা এটা পরিচালনা করছে।ট্রাফিক না মেনে গাড়ি চালানোর ফলে মারা যাওয়ার সংখ্যা প্রায় ১০ শতাংশ হ্রাস হয়েছে।সারা বাংলার পরিসংখ্যান অনুযায়ী এই জেলায় দুর্ঘটনার সংখ্যা প্রায় ১৬ শতাংশ কমানো গেছে।
এটা আমাদের ট্রাফিক পুলিশ কর্মীদের সাফল্য এবং অবশ্যই সাধারণ মানুষেরাও সাড়া দিয়েছে রাজ্য সরকারের সেফ ড্রাইভ,সেভ লাইফ কর্মসূচিতে। পূজোতেও বহু মানুষকে দেখা গেছে পরিবারের সঙ্গে হেলমেট পরে বাইক চালাতে।আমরা পুরস্কার দিয়েছি ঠিকই,কিন্তু সাধারণ মানুষ নিজেরাই এগিয়ে এসে সেফ ড্রাইভ,সেভ লাইফের প্রচার করেছে।এটা আমাদের বড় পাওনা।”
আরও পড়ুনঃ প্রেস ক্লাবের উদ্যোগে বিজয়া সম্মিলনী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584