শ্যামল রায়,কালনাঃ
রবিবার সকাল থেকে কালনা সাহিত্য মজলিসের উদ্যোগে বিজয়া সম্মেলন ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়।কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান হয়।এছাড়াও এই অনুষ্ঠানে ১৪ জন কবি সাহিত্যিক বিশিষ্ট জনদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে মজলিসের তরফ থেকে।সম্পাদক চন্দন দত্ত জানিয়েছেন যে বিভিন্ন কর্মকাণ্ডে যে সমস্ত প্রবীণ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে প্রতিবছর সংবর্ধনা জ্ঞাপন করা হয়।এবারে উল্লেখযোগ্য তালিকায় ছিলেন শিবপ্রসাদ ভট্টাচার্য,গুরুপ্রসাদ মিশ্র,গোবিন্দ চন্দ্র রায়,বসন্ত পাল,তরুণ সেন,কৃপা পদ বন্দোপাধ্যায় প্রমুখ।
এছাড়াও উপস্থিত কবিরা কবিতা পাঠ করেন।এই সাহিত্য মজলিসে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন দেবাশীষ নাগ,অশোক বিশ্বাস,শ্যামল রায় পুলক মন্ডল ,মনোরঞ্জন সাহা,তরুণ সেন,গোবিন্দ চন্দ্র রায়, বসন্ত পাল,মৈত্রী বন্দোপাধ্যায়,উদয় সাহা, সন্ধ্যা সাহা,সন্ধ্যা রং,অলক কুমার দত্ত,আনন্দ কুমার সিংহ,তন্ময় রায়চৌধুরী,আকাশ ভৌমিক, অপূর্ব বিশ্বাস,দিপঙ্কর সাহা,সরজিত বসু,দীপক দাস,ভারতী সিংহ প্রমুখ।
এই সাহিত্য মজলিসে প্রখ্যাত কবি ছড়াকার সম্পাদক তরুণ সেন এর একটি কবিতার বইও মোড়ক উন্মোচন করেন উপস্থিত বিশিষ্ট জনদের হাত দিয়ে।মজলিসের প্রধান কর্ণধার চন্দন দত্ত জানিয়েছেন যে “এই ধরনের সভা আমাদের দীর্ঘদিন ধরে চলছে আমরা চাই কবি-সাহিত্যিকরা এই সভাতে অংশ গ্রহন করুন এবং তাদের লেখা পাঠ করে পাঠকদের সমৃদ্ধ করুক।
এই সমস্ত মজলিস এর মধ্যে দিয়েই লেখক-লেখিকাদের উৎসাহিত করা হয় এবং তাদের লেখা প্রকাশ করার জন্য লেখক এবং সম্পাদকদের একটা মেলবন্ধন হয় এই ধরনের উৎসবে এলে।”
আরও পড়ুনঃ মেদিনীপুরে এবিটিএ’র কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584