ছোটপর্দায় ‘বিজয়া বৈঠক’

0
285

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নবমী এলেই মনখারাপ। আর দশমীতেই ভেবে ফেলা পরের বছর কী করব পুজোয়? এবার যেটা হল না সেটা করতেই হবে পরের বার।বাঙালি আসলে এমনই।actor and actress | newsfront.co

sammilani | newsfront.co

দুর্গাপুজোর দিনগুলি পার হয়ে গেলেও বাঙালির মনে লালিত হতে থাকে পরের বারের পরিকল্পনা। আর তা জানে এবং মানে বলেই জি বাংলার আয়োজন ‘বিজয়া বৈঠক’।

actors | newsfront.co

actor dance | newsfront.co

আগামী ৮ নভেম্বর দুপুর ৩ টে থেকে বিকেল সাড়ে ৫ টা অবধি চলবে বিজয়া বৈঠক। চ্যানেলের প্রত্যেকটি শো থেকে হাজির থাকবেন জনপ্রিয় চরিত্ররা৷ তাঁদের নিয়েই জমবে খেলা, নাচ, গান, আড্ডা। আসবেন জোজো এবং অনিন্দ্য চ্যাটার্জিও।

indrani dutta | newsfront.co

আরও পড়ুনঃ গ্লাস পেন্টিং-এ সত্যজিতের অমর সৃষ্টি উপহার সন্দীপ রায়কে

রানী, কাদম্বিনী, দ্বারকানাথ, রাধিজা, কর্ণ, শ্যামা, নিখিল, পদ্মমণি হাজির থাকবে সকলেই। নাচবেন সালংকারা থুড়ি ইন্দ্রাণী দত্ত৷ সঞ্চালনায় সাহেব চট্টোপাধ্যায় এবং সুদীপা চ্যাটার্জি।’বিজয়া বৈঠক’ দেখুন ৮ নভেম্বর, দুপুর ৩ টে থেকে বিকেল সাড়ে ৫ টায়, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here