নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে বিপাকে পড়া দুঃস্থ বয়স্ক এবং প্রতিবন্ধী নাগরিকদের সহায়তার জন্য “বিকল্প বন্ধু পরিষেবা” নামে একটি বিশেষ মানবিক উদ্যোগ নিল রায়গঞ্জ জেলা পুলিশ। শুক্রবার বেলা এগারোটা নাগাদ রায়গঞ্জের কর্নজোড়ায় এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।
বস্তুত, এই প্রকল্পে পাচঁটি গাড়ি চালু করা হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলার অধীন পাচঁটি থানায় এই গাড়িগুলো দেওয়া হবে বলে জানা গিয়েছে। মুলত, বাড়িতে থাকা বয়স্ক বা প্রতিবন্ধী নাগরিকদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ওষুধ বা তাদের ব্যাংক, পোষ্ট অফিস অথবা হাসপাতালে চিকিৎসার জন্য যাতায়াতের জন্যই এই সু-ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ সুরক্ষিত রাখার স্বার্থে আবাসিকদের ব্যবহারযোগ্য সামগ্রী প্রদান জেলা ইউনিটের
তবে দুর্ঘটনা ও প্রসূতিদের ক্ষেত্রে কোনভাবেই এই পরিষেবা পাওয়া যাবে না বলে জানা যায়। এছাড়াও এদিন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার, রায়গঞ্জ মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, চিকিৎসক শান্তনু দাস সহ অন্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584