ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে প্রদেশ কংগ্রেসও ।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ই মার্চ তিনি মনোনয়নপত্র জমা দেবেন।
সংখ্যার অনুপাতে বাম-কংগ্রেস জোটের রাজ্য বিধানসভায় যে সিট সংখ্যা তাতে বিকাশ বাবুর রাজ্য সভায় সংসদ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
আগামী ২৬ শে মার্চ রাজ্যসভার ৫৭টি আসনের জন্য নির্বাচন হবে। তারমধ্যে পশ্চিমবঙ্গের আসন সংখ্যা পাঁচটি। সংখ্যার অনুপাতে তৃণমূল গতকালই চার প্রার্থীর
নাম ঘোষণা করে। টুইট করে প্রার্থী ঘোষণা করে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন, “আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে তৃণমূল অর্পিতা ঘোষ, মৌসম নুর, দীনেশ ত্রিবেদী এবং সুব্রত বক্সীকে রাজ্যসভায় মনোনীত করতে চলেছে।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584