নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন জন। আহতদের উদ্ধার করে স্থানীয় গড়বেতা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয়রা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বাসস্ট্যান্ড ও ময়রাকাটার মাঝে ৬০ নং জাতীয় সড়কের উপর।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে গড়বেতার দিক থেকে ময়রাকাটার দিকে যাচ্ছিলেন এক বাইক চালক বাইক নিয়ে, তার বাইকের পিছনে এক মহিলা ছিল৷ অপর দিকে ময়রাকাটার দিক থেকে গড়বেতার দিকে যাচ্ছিল আরেক বাইকচালক বাইক নিয়ে। দুটি মোটর বাইকই খুব দ্রুত গতিতে যাচ্ছিল।
ময়রাকাটা তেলপাম্পের সামনে একটি ছাগল হঠাৎ করে বাইকের সামনে চলে আসলে এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিকে আসা একটি বাইকে মুখোমুখি ধাক্কা মারে ৷ দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয় তিন জন। আহতদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধারকার্যে হাত লাগায়। আহতের সঠিক পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুনঃ নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার জটেশ্বরে
তবে স্থানীয় ভাবে জানা যাচ্ছে একবাইক চালকের বাড়ি গড়বেতার খড়কুশমাতে অপর বাইক চালকের বাড়ি গড়বেতার রাউলিয়াতে৷
স্থানীয়রা পুলিশে খবর দিলে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাইক দুটি উদ্ধার করে এবং আহত দের চিকিৎসার ব্যাবস্থা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584