নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ মহকুমার বিভিন্ন এলাকায় লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ফের অভিযানে নামল জেলা পুলিশ। এদিন সকালে অভিযানে নেমে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা সহ টুঙিদীঘি মিলিয়ে মোটামুটি ৫০ টির বেশি মোটরবাইক, বেশ কয়েকটি টোটো অটো বাজেয়াপ্ত করা হয়।
লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে যারা বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন। তাদের জব্দ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন পুলিশ।
এদিন সকালে সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই অভিযানের নামে রায়গঞ্জ জেলা পুলিশের ডিএসপি গোবিন্দ শিকদার এবং পরিবহন দফতরের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আব্দুল রোহান। রায়গঞ্জ শিলিগুড়ি মোড় এলাকাতে অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকা মানুষদের গাড়ির নথি দেখতে চান।
আরও পড়ুনঃ ‘করোনা যোদ্ধা’-দের মাস্ক বিলি কালিয়াগঞ্জ পুর-চেয়ারম্যানদের
কি কারনে বাইরে বেরিয়েছে তা জিজ্ঞেস করতে যারা সন্তোষজনক উত্তর দিয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি, তাদের গাড়ি বাজেয়াপ্ত করে রীতিমত আইনানুগ ব্যবস্থা নেন তারা। সব মিলিয়ে দুপুর পর্যন্ত প্রায় ৭৫ টি মোটরবাইক, বেশ কিছু টোটো বাজেয়াপ্ত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584