নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল করার অপরাধে ভাঙা হল দোকান, বাইক। মার খেলো বাবা-মা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পোক্তাপুল এলাকায়। গোটা ঘটনার অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার বিজেপির।
তৃণমূল দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন পোক্তাপুল এলাকার বাসিন্দা ঝন্টু গিরি ও তার ছেলে রঞ্জিত গিরি-সহ সমস্ত পরিবার।
এর জন্য এলাকার বিজেপির লোকেরা তাদের মাঝেমধ্যেই হুমকি দিত বলে অভিযোগ। পোক্তাপুল থেকে দশগ্রামগামী ৬০ নম্বর জাতীয় সড়কের কাছেই ওই তৃণমূল কর্মীর একটি খাবারের দোকান রয়েছে।
তৃণমূল কর্মী ঝন্টু গিরির অভিযোগ, “গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ বিজেপির কিছু দুষ্কৃতী তাদের দোকানে এসে হুমকি দিতে থাকে, সেই সঙ্গে দোকানের চেয়ার টেবিল-সহ একটি বাইক ভাঙচুর করে। বাধা দিতে গেলে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের বিপন্নতা প্রকাশিত
এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূল করি। আমাদের দোকানে অনেক নেতারা আসেন। তাই এই ধরনের আক্রমণ। আমরা নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।”
যদিও এই ঘটনায় বিজেপির কোনও হাত নেই বলে দাবি করেছে এলাকার বিজেপি নেতৃত্ব রামচন্দ্র দাস। তার পাল্টা অভিযোগ, “বিজেপি নীতি আদর্শের দল। এই ধরনের কাজ বিজেপি করতে পারে না। এটা ওদের নিজেদের মধ্যে সমস্যা। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584