পিকআপ ভ্যানের ধাক্কায় আহত বাইক চালক

0
86

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক।গুরুতর আহত অমিত ভান্ডারী(২৪) বাড়ি রায়দিঘি থানার কাশিনগর এলাকায়। ঘটনাটি ঘটে ঢোলাহাট থানার পঞ্চানন বাজার এলাকায়।

Bike driver injured by a pickup van
মোজাফফর, ঘাতক গাড়ির চালক।নিজস্ব চিত্র

পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রামগঙ্গায় দোকানে ওষুধ দিয়ে বাড়ি ফিরছিল।ঠিক ওই সময় ঢোলার দিক দিয়ে একটি বোলেরো পিকআপ ভ্যান (ডাব্লিউ বি ১৯ জি ৬৮৫২) ছাগল গরু আনার জন্য প্রচণ্ড গতিতে রামগঙ্গা যাচ্ছিল।চালক মোজাফফর ঢোলাহাট থানার বেলুনী বাড়ির বাসিন্দা।

 Bike driver injured by a pickup van
অমিত ভান্ডারী,আহত বাইক চালক।নিজস্ব চিত্র

অনিয়ন্ত্রিত পিকআপ ভ্যানের সামনে একটি বেসরকারি বাস থাকায় তাকে ওভারটেক করতে গিয়ে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকের বাবলা গাছে ধাক্কা মেরে রাস্তার উপরে আড়াআড়ি দাঁড়য়ে পড়ে,ঠিক ওই সময় মোটরসাইকেল আরোহী রামগঙ্গা দিক দিয়ে আসছিল মোটরসাইকেল আরোহী কিছু বুঝতে না পেরে গাড়ির সাথে ধাক্কা মেরে রাস্তার ধারে পড়ে যায়।

Bike driver injured by a pickup van
দুর্ঘটনাস্থল।নিজস্ব চিত্র

দুর্ঘটনায় বাইক আরোহীর অণ্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়।

Bike driver injured by a pickup van
ওই সময় গাড়িতে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পাথরপ্রতিমা থানার সিভিক পুলিশ সে এবং আরোহীরা নিচে নেমে পড়ে তৎক্ষণাৎ দূর্ঘটনাগ্রস্থকে উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Bike driver injured by a pickup van

কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বাইক আরোহীকে ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করা হয়।

Bike driver injured by a pickup van

অন্যদিকে পিকআপ ভ্যানের চালক এলাকায় ফোন করে।সেখান থেকে তার পরিচিত কিছু স্থানীয় যুবক বাইকে করে তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়।

Bike driver injured by a pickup van
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

তারা ঘাতক গাড়ির চালককে জোর করে নিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা।অবস্থা বেগতিক দেখে উদ্ধারকারীরা বাইক ফেলে পালিয়ে যায়।

Bike driver injured by a pickup van
সুজন সর্দার,দুর্ঘটনাগ্রস্থকে উদ্ধারকারী।নিজস্ব চিত্র

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।ঘাতক গাড়ির চালকে গ্রেফতার করে,ঘাতক গাড়িটি এবং চালককে উদ্ধার করতে আসা বাইক দুটিকেও বাজেয়াপ্ত করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here