শুভেন্দু হাওলাদার,পশ্চিম মেদিনীপুরঃ
একদল ছিলো নিশ্চিত আর একদলও আশাবাদী পরিবর্তনের। পশ্চিম মেদিনীপুরের ৫১ টি জেলা পরিষদের ৫১টিতে বিজয়ী হয়েও তৃনমূলের মধ্যে দোলাচাল ছিলো শেষ পর্যন্ত কে হয় জেলা সভাধিপতি।কিন্তু নিজের পাঁচ বছরের প্রশাসনিক দক্ষতা এবং পার্টির জন্মলগ্ন থেকে গুরুত্বপূর্ণ লড়াই ও কলকাতার সাথে নিবিড় যোগাযোগ উত্তরা সিংহ হাজরাকে আবার পুর্ননির্বাচিত করলো।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি পুনরায় সহ সভাধিপতি পদে নির্বাচিত হোন।এবার দেখার কারা কর্মাধ্যক্ষ পদে নির্বাচিত হোন,পুরোনো মুখরা বা রমাপ্রসাদ গিরির মতো হেভিওয়েট নতুন মুখরা।শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক তৃণমূল সভাপতি নেপাল সিংহের জেলা পরিষদ যাত্রাকে স্মরনীয় করে রাখতে ও উত্তরা সিংহ হাজরা সভাধিপতি পদে পুনরায় শপথকে স্মরণীয় করে রাখতে জেলা যুব সাধারন সম্পাদক সন্দীপ সিংহের নেতৃত্বে শতাধিক বাইকের মিছিল হয়।
আরও পড়ুনঃ বজ্রাঘাতে মৃত আরো এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584