জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে বাইক র‍্যালি

0
53

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

bike rally for control road accident 3
নিজস্ব চিত্র

সাধারণ পথচারী থেকে বাইক আরোহী, সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ এর আয়োজন করল পশ্চিম মেদিনীপুরের জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ি।রবিবার সকালে ভ্রান্ত ম্যাসেজের প্রতি নজর এড়াতে এবং সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে নামে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা।

bike rally for control road accident 2
পথ চলতি বাইক আরোহীদের গোলাপ দিচ্ছেন পুলিশ। নিজস্ব চিত্র

এদিন ফাঁড়ি থেকে বাইক র‍্যালি শুরু হয়ে জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত ললাট পর্যন্ত চলে।যার পুরভাগে থেকে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আইসি অঞ্জনি তিওয়ারী।প্রতীকী হিসেবে বেশ কয়েকজন হেলমেটহীন আরোহীদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।পাশাপাশি সকল আরোহীদের হাতে গোলাপ ফুল ও চকলেট তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ সোনারপুরে অত্যাধুনিক ব্রেইল মুদ্রণ যন্ত্রের উদ্বোধন

bike rally for control road accident 2
বড় গাড়ি গুলিতে সেফ ড্রাইভ সেভ লাইফ লেখা স্টিকার মারা হচ্ছে। নিজস্ব চিত্র

পাশাপাশি গুজব ছড়ানোর ব্যাপারে সবাইকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করেন আধিকারিক অঞ্জনি তিওয়ারী;পাশাপাশি এই ব্যাপারে লিফলেট বিলির কথা ভাবা হচ্ছে বলে থানার পক্ষ থেকে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here