কালনায় পর্যটন উৎসবের সূচনা লগ্নে বাইক ব়্যালির আয়োজন

0
99

নিজস্ব সংবাদদাতা,কালনাঃ
কালনা শহরে পর্যটন উৎসবের সূচনা হলো বাইক রালির মাধ্যমে।শণিবার এই বাইক রালির পুরোভাগে ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু।এছাড়াও এইদিন বাইক রালিতে উপস্থিত ছিলেন কালনা পুরসভার কাউন্সিলর সুনীল চৌধুরী সহ বিশিষ্টজনেরা।

tourism festival 2
কালনায় পর্যটণ উৎসব সূচনা। নিজস্ব চিত্র

কালনা শহরের ১০৮ শিবমন্দির থেকে শনিবার সকালেই বাইক রালিটি শুরু হয়।এরপর কালনা শহর পরিক্রমা করে হুগলী জেলার গুপ্তিপাড়ায় যায় রালিটি।সেখানে উপস্থিত হোন হুগলীর সহ সভাধিপতি সুমনা সরকার,বলাগড় বিধানসভার বিধায়ক অসীম মাঝি সহ বিশিষ্টজনেরা।

tourism festival 3
বাইকে বিধায়ক। নিজস্ব চিত্র

এই বিষয়ে উৎসবের আহ্বায়ক বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু বলেন,আগামী ৮ই জানুয়ারী থেকে কালনার রাজবাড়ি চত্বরে শুরু হবে পর্যটণ উৎসব।যা চলবে ১২ই জানুয়ারী পর্যন্ত।এইবার ছয় বছরে পদার্পণ করবে কালনার এই উৎসব।কালনা শহরে রয়েছে একাধিক দর্শনীয় স্থান।সেইগুলিকেই প্রচারের আলোয় আনতে ও পর্যটকদের জানাতে লিফলেট বিলি সহ বাইক রালি করা হয়।

tourism festival
নিজস্ব চিত্র

পাশাপাশি জেলা ও বিধানসভা এলাকায় এই প্রচার আমরা যেমন করে থাকি তেমনি জেলার বাইরে রাজ্যের বাইরে এই প্রচার চালানো হয়।

আরও পড়ুনঃ ভাগীরথী পারে বেআইনিভাবে মাটি চুরি রুখতে তৎপর পুলিশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here