সুদীপ পাল,বর্ধমানঃ
বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া এবং তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে পরপর দু’দিন যে দুটি রোড শো হয়েছে দুর্গাপুরে তাতে মোটর বাইক নিয়ে সামিল হতে দেখা গিয়েছে অনেককে।মিছিলে সামিল হওয়া অনেকে বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না।তা নিয়ে প্রশ্ন তুলছেন পথচারীরা।
পথচারীদের বক্তব্য,পথ নিরাপত্তা নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়,বিভিন্ন ভাবে প্রচার করা হয়। অথচ রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা যখন মিছিলে অংশ নেন তখন সেই নিয়ম মানা হয় না। পথচারীরা বলছেন,বাইকে দলের পতাকা লাগানো থাকে।অথবা বাইক আরোহীর মাথায় থাকে দলের টুপি বা উত্তরীয়।ফলে পুলিশ প্রশাসনও প্রায় ঠুঁটো জগন্নাথের মতো দেখতে থাকেন সেই হেলমেটবিহীন মিছিল।বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই এবং তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তাঁরা জানান, “দলের পক্ষ থেকে কোন বাইক র্যালির আয়োজন করা হয়নি।সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাইক নিয়ে মিছিলে সামিল হয়েছিলেন।”
আরও পড়ুনঃ বিরোধী ভোটারকে বুথে ঢুকতে বাধা,মারধর, অভিযোগ ইটাহারে
এরপরেও কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যায়।তবে একত্রিত হয়ে স্বতস্ফূর্ত ভাবে এমন কোনো কাজ করা যায় কি যেটা রাজনৈতিক দলের ছত্রের তলায় হলেই সম্মত অন্য সময় আইন বিরুদ্ধ!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584