নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে আহত হলেন এক মহিলা শ্রমিক।অল্পের জন্য প্রাণে বেঁচে গেল পাঁচজন শিশু।ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে কালচিনি ব্লকের গাড়োপাড়া গ্ৰাম পঞ্চায়েতের ভাতখাওয়া চা বাগানের কাইয়া লাইনে।
এদিন সকালে চা বাগানের শ্রমিকরা প্রতিদিনের ন্যায় চা বাগানে যাচ্ছিল ঠিক সেই সময় হটাৎ বাগানে কাইয়া লাইনে একটি বিদ্যুৎ এর খুঁটি ভেঙ্গে রাস্তায় পড়ে যায় এবং এতে আহত হয় পুতুল মাহালি নামক এক শ্রমিক।সেই সময় রাস্তায় পাঁচজন শিশু ছিল অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।
তড়িঘড়ি এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরে খবর দেয় এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করতে বলা হয়,তা না হলে আরো বড়ধরনের বিপদ ঘটতে পারতো।
আরও পড়ুনঃ চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত যুবক
স্থানীয়রা জানান যে বিদ্যুৎ খুঁটি গুলো প্রায় ২৫ বছর পুরাতন এবং কার্যত কমজোড় হয়ে গেছে।তাই একটু ঝড় হাওয়া হলেই পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584