নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর জনসভা ভরিয়ে তুলতে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বৃহস্পতিবার কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের বাইক র্যালি।এই র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগের মাথায় নেই হেলমেট।
অভিযোগ বিজেপির লাগামছাড়া সন্ত্রাস ও বিজেপির হাতে তৃণমূলীদের অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষ একত্রিত হয়ে আজকের এই মোটরসাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারী নেতৃত্বরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লকের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি রাধাকান্ত দা, পাকুড়সেনি ৫ নম্বর অঞ্চলের উপপ্রধান রঞ্জিত বোস সহ অন্যান্য নেতৃত্বরা।
প্রসঙ্গত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না নারায়ণগড় ব্লকের তৃণমূলের দুই বিবদমান গোষ্ঠীর দুই নেতৃত্ব -ব্লক সভাপতি মিহির চন্দ্র কিংবা সূর্য অট্ট।
আরও পড়ুনঃ দিদিকে বলো কর্মসূচির প্রচারে ডোমকল পৌরসভার চেয়ারম্যান
দুইপক্ষের কোন নেতৃত্বকে না নিয়ে বিধায়কের এই কর্মসূচি আয়োজনের ফলে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। তবে এই সব জল্পনার দিকে গুরুত্ব দিতে চান না নেতৃত্বরা। তাদের একটাই লক্ষ্য বর্তমান বিজেপির উত্থানকে কিভাবে রোখা যায় এবং এলাকাবাসীদের নিজেদের সঙ্গে নিয়ে তৃণমূলের “দিদিকে বল” কর্মসূচির মাধ্যমে জনসংযোগ গড়ে তোলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584