ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় আহত বাইক-আরোহী, ক্ষোভে বাস ভাঙচুর উত্তেজিত জনতার

0
64

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

দ্রুত গতিতে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারলো বাইক আরোহীকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বাইক আরোহী। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাটি শনিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার ননীবালা বয়েজ স্কুল সংলগ্ন মোড়ে ঘটে।

দুর্ঘটনাগ্রস্ত। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায় হলদিয়া ঝাড়গ্রামগামী একটি বাস ঝাড়গ্রাম ঢোকার মুখে বাছুরডোবা এলাকায় দ্রুত গতিতে আসার ফলে একটি বাইক আরোহীকে ধাক্কা মারে। তারপরেই উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। বাইক আরোহীকে স্থানীয় বাসিন্দারা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন। জানা যায় ওই বাইক আরোহীর নাম তীর্থঙ্কর মাহালা (২৪)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ এবং বাসটিকে ঝাড়গ্রাম থানায় নিয়ে যাওয়া হয়।

নিজস্ব চিত্র

সূত্রের খবর, বাস ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি তবে পুলিশের অনুমান এই ঘটনাটি স্থানীয় ব্যক্তিরাই ঘটিয়েছে।

নিজস্ব চিত্র

এই ঘটনার পর এলাকার বাসিন্দারা দাবি করছেন এই এলাকায় পুলিশের পক্ষ থেকে স্পিডব্রেকার বসানো হোক। তাদের অভিযোগ , ঝাড়গ্রামে ফ্লাইওভার হওয়ার পর ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরগামী সমস্ত যানবাহন এই এলাকার সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করছে দ্রুতগতিতে যার ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এইসব রাস্তার মোড়গুলিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here