বাইক টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত ২

0
35

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

বাইক টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক চালক। আহতদের নাম সিনারল শেখ (২৩) এবং আকবর শেখ (২২)। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি এলাকায়। ঘটনার পর উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসাপাতালে। জানা গিয়েছে, দুই যুবক বাইকে চেপে সাগরপাড়া থেকে ভাদুরিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন।

অপরদিকে ভাদুরিয়াপাড়া থেকে ফকিরাবাদ এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল টোটোটি। খয়রামারি এলাকায় আসতেই বাইক নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি টোটোকে ধাক্কা মারে।  ছিটকে পড়ে বাইকে থাকা দুজনেই। হেলমেট না থাকার ফলে মাথায় গুরুতর চোট পায় ঐ দুই যুবক। স্থানীয়রা দুর্ঘটনার আওয়াজ শুনে ছুটে এসে উদ্ধার করে ডোমকল সুপার হাসপাতালে পাঠায়।  সেখানে একজনের অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসাতালে পাঠানো হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here