মনিরুল হক, কোচবিহারঃ
পথ দুর্ঘটনায় আহত হল আহত হল দুই বাইক আরোহী।ঘটনাটি ঘটেছে দিনহাটা থানার পুঁটিমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিজা বালাকুড়া ৩নং গেট এলাকায়।আহত অবস্থায় স্থানীয় লোকজন ওই বাইক আরোহীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠান। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ ও দমকল কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই দুই বাইক আরোহীর নাম মোঃ মোস্তফা রহমান(৩০), সাদ্দাম হোসেন (২৭)।তাদের দুজনের বাড়ি দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট এলাকায়। জানা গেছে, ওই দুই বাইক আরোহীর মধ্যে একজনের মাথায় ও পায়ে গুরুতর আঘাত পায়। অপর একজনের মুখ থেঁতলে যায় বলে জানা গিয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ওই বাইক আরোহীরা কোচবিহার থেকে দিনহাটার দিকে যাচ্ছিল। তাদের বাইকের প্রতি ঘন্টায় ৮০ কিমি ছুট ছিল বলে অভিযোগ। দিনহাটা-কোচবিহার মেইন রোডের ৩নং গেটে ওই উচু কালভার্ট দিয়ে আজ পর্যন্ত আমরা কাউকে ঘন্টায় ৮০ কিমি গতিবেগে যেতে দেখিনি। তাও আবার তাদের একজনেরও মাথায় হেলমেট ছিলেন না বলে দাবি। প্রচণ্ড গতি থাকার ফলে ওই উচু কালভার্ট উপর উঠতে গিয়ে সামনে ভাঙ্গা দেখে প্রথমে ব্রেক করে তার পর নিয়ন্ত্রন প্রায় ৫০ মিটার গড়িয়ে যায় বলে অভিযোগ।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: স্কুল শিক্ষকদেরই গৃহশিক্ষক চান তুফানগঞ্জের অভিভাবকদের একাংশ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584