স্কুল শিক্ষকদেরই গৃহশিক্ষক চান তুফানগঞ্জের অভিভাবকদের একাংশ

0
101

মনিরুল হক, কোচবিহারঃ

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করা নিয়ে তৈরি হওয়া জটিলতার জেরে উদ্বিগ্ন তুফানগঞ্জের অভিভাবকরা।আজ অভিভাবকদের একাংশ এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আলোচনার জন্য জড়ো হন।এদিন তুফানগঞ্জের এন এম এম হাইস্কুলের মাঠে অভিভাবকরা একত্রিত হয়ে পরবর্তী পরিকল্পনা গ্রহন করেন।তাদের দাবি,মাঝ পথে স্কুলের শিক্ষকরা টিউশন বন্ধ করে দিলে তাদের ছেলে মেয়েদের ভীষণ সমস্যায় পড়বে।স্কুলের শিক্ষকরা তাদের ডিউটি সঠিক ভাবে পালন করে যদি টিউশন পড়ায় তাতে তাদের ক্ষতি নেই। এখন যদি তারা পড়ানো বন্ধ করে দেন তাহলে এর দায়বদ্ধতা কে নেবে?তাই এদিন নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবকদের একাংশ একত্রিত হয়ে আলোচনা করেন। অভিভাবকদের থেকে জানা গিয়েছে, এই বিষয়ে তারা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার চিন্তাভাবনা করছেন।
একজন অভিভাবক দেবশ্রী সাহা বলেন, “আমাদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষা দেওয়ার মত শিক্ষক আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা শিক্ষকদের উপর নির্ভরশীল। কাজেই শিক্ষকরা যদি তাদের টিউশন বন্ধ করে দেন, তাহলে তার পরিনতি ভয়াবহ হবে।”

আরও পড়ুন: দিনহাটায় বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির ১৯তম রাজ্য সম্মেলন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here