নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এই বছর সমাজ সেবায় (ইন্ডিয়ান এচিভার্স এওয়ার্ড) পেলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকার বাসিন্দা বিক্রম শর্মা। গত বুধবার নিউ দিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট হাউসে কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি বিষয়ে একটি সভা হয়।
জানা গিয়েছে, পুরস্কার প্রাপক বিক্রম শর্মা উইমেন এডুকেশনাল অ্যাওয়ারনেস এন্ড ওয়েল ফেয়ার ট্রাস্ট নামে একটি সংগঠনের মাধ্যমে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় সমাজ সেবামুলক কাজ করেন। ডুয়ার্সের প্রত্যন্ত স্কুল কলেজ ও গ্রামে বিনামূল্যে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরন করে।
এর আগেও একাধিকবার সংবাদ শিরোনামে এসেছিলেন বিক্রম শর্মা। মহিলাদের সামাজিক সচেতনতা ও সমাজ সেবায় তাদের উদ্বুদ্ধ করার জন্যই তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই রাজ্য থেকে একমাত্র কালচিনির বিক্রম শর্মা সমাজ সেবায় এই পুরস্কার পেলেন। বিক্রম শর্মা বলেন, “ এই পুরস্কার আমাকে আমাকে সমাজ সেবার জন্য আরও উৎসাহিত করবে। আমি ভাবতেই পারিনি প্রত্যন্ত ডুয়ার্স থেকে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হব।“
পুরস্কারের এই খবরে খুশি হয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপক জলপাইগুড়ির করিমূল হক। তিনি বলেন, “ডুয়ার্সের মানুষেরা সমাজ সেবাতে পুরস্কার পাচ্ছেন এটা গর্বের বিষয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584