মোর্চায় ফিরল ১৭ বিদায়ী কাউন্সিলর, মুখ্যমন্ত্রী মমতাকেই চান জানালেন বিমল

0
85

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মু়খ্যমন্ত্রী নির্বাচনের আগে যতই পাহাড়ের অশান্ত রাজনীতিকে ঠাণ্ডা করার চেষ্টা করুন, বিমল গুরুং বনাম বিনয় তামাংয়ের পারস্পরিক দ্বৈরথে তা যেন শহরের বুকেই নিতে চলেছে অন্য মাত্রা।

ছবিঃ বিভাস লোধ

তিন বছর ফেরার থাকার পর দুর্গাপঞ্চমীর সন্ধ্যায় আচমকা শহরে হাজির হয়ে বিমল গুরুং বলেছিলেন, জেলে গেলেও মুখ্যমন্ত্রীর উপরই আস্থা রাখতে চান তিনি। এর পরে তার বিরোধী গোষ্ঠী বিনয় তামাংও এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেন, বিমল আমার চোখে একজন ফেরার আসামী এবং অপ্রাঙ্গসিক। পাহাড়ের শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের প্রশ্নে আমরা তৃণমূল সরকারের সঙ্গে রয়েছি।’

আরও পড়ুনঃ বালুরঘাটে চার ভুয়ো চাকরি আবেদনকারী আটক

bimal | newsfront.co
সাংবাদিক সম্মেলনে বিমল গুরুং।ছবিঃ বিভাস লোধ

তারপরেই বৃহস্পতিবার ফের মধ্য কলকাতার একটি অভিজাত হোটেলে এ দিন ফের বৈঠক করে একুশে নির্বাচনে ফের তৃণমূলের হাত ধরার কথা জানান বিমল গুরুং। একই সঙ্গে বিজেপি থেকে দলে ফিরে আসা ১৭ কাউন্সিলরের হাতে গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় পতাকা তুলে দিলেন তিনি। তৃণমূলের হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার অধিকার যে একমাত্র তাঁরই রয়েছে, তা এদিন ফের প্রমাণ করার চেষ্টা করেন তিনি।

আরও পড়ুনঃ শাহ’র দলিত প্রীতি লোক দেখানো দাবি অধীরের

bimal gurung | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিমল গুরুংকে পাশে নিয়ে এ কথা জানান ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমন রাই। তাঁদের মতে, বিজেপি তাঁদের জন্য যা যা প্রতিশ্রুতি দিয়েছিল কোনওটাই পূরণ হয়নি। গোর্খাল্যান্ড ইস্যুও পূরণ হয়নি। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন ফিরে আসা ১৭ কাউন্সিলরের হাতে গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় পতাকা তুলে দিলেন বিমল গুরুং। অন্যদিকে বিনয় তামাং প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here