নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ক্ষীরপাই বাস টার্মিনাসের উদ্বোধন হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্ন থেকে ক্ষীরপাই বাস টার্মিনাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন ক্ষীরপাই এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ছায়া দোলুই, ক্ষীরপাই পুরসভার প্রশাসক দুর্গাশংকর পান থেকে শুরু করে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা। চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত ক্ষীরপাই পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বামারিয়া এলাকায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাস টি তৈরি করা হয়েছে।
প্রায় একশো কোটি টাকা খরচ করে ওই বাস টার্মিনাসটি তৈরি হয়েছে। এর ফলে ওই এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে জানালেন এলাকার বিধায়ক ছায়া দোলুই।
আরও পড়ুনঃ সবংয়ে দেওয়া হল সবুজ সাথী প্রকল্পের সাইকেল
তিনি বলেন, “২০১৯ সালে এই বাস টার্মিনাসটি তৈরির কাজ শুরু হয়েছিল এবং তা তৈরি হওয়ার পর বাংলার উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584