বাকিডাঙ্গা গ্রামে ‘বীণাপানি সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী উৎসব’ পালন

0
30

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

গত বুধবার ইটাহার ব্লকের বাকিডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হল নবম বীণাপানি সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ তাপস পাল মহাশয়। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ওসি অভিজিৎ দত্ত, অধ্যাপক বিপুল কুমার প্রামাণিক, স্থানীয় প্রধান মণীন্দ্র নাথ রায় প্রমুখ।

Dr.Pal | newsfront.co
বিশেষ সম্মানে সম্মানিত হলেন ডাঃ পাল। নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠান ঘিরে গ্রামবাসীদের মনে প্রভুত আবেগ ও উৎকণ্ঠা ছিল। উত্তর দিনাজপুরের অধ্যাপক ডাঃ পালের কাছে তাঁর আমাজন অভিজ্ঞতার সাক্ষী রইলেন গ্রামবাসী।

আরও পড়ুনঃ সামাজিক পাঠ দান শিক্ষার্থীদের

‘কজন’ কমিটির সকল সদস্যবৃন্দ তাঁর পরিবেশ, সমাজ ও জনকল্যাণমূলক স্থিতিশীল গবেষণা ও চিন্তাধারাকে কুর্নিশ জানিয়ে তাঁকে ‘পরিবেশ-বন্ধু’ সম্মানে সম্মানিত করেন। সম্মান তুলে দেন কমিটির সম্পাদক অজয় বর্মন।

ডাঃ তাপস পাল তার সাবলীল বক্তব্যের মাধ্যমে খুব সহজ ভাষায় বাস্তব দৃষ্টিভঙ্গিতে গ্রামবাসীকে উৎসাহিত করেছেন স্থিতিশীল গ্রাম গড়ে তোলার লক্ষ্যে। পাশাপাশি তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে মানব দেহের সাথে তুলনা করে সুস্থ গ্রাম অর্থাৎ ‘সাস্টেনেবল ভিলেজের’ কথা বলেন।

গ্রামে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের দ্বারা পারস্পরিক আত্মীয়তা ও সমাজের দৃঢ়তা সুস্থির করা যায় কীভাবে সেই কথাও বলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, শিক্ষার আলো তরুণ প্রজন্মের ভবিষৎ। পুরুষতান্ত্রিক সমাজ, লিঙ্গ বৈষম্য, ধর্ম বৈষম্য নয়; এই গ্রামের একতা এবং সমাজের বিভিন্ন অনুষ্ঠানে নারী সমাজের অংশগ্রহণ সমানাধিকারের উদাহরণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here