বড়পর্দায় এবার ঝুলনের বায়োপিক, শুটিং হল ইডেনে

0
85

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বল হাতে মাঠে নামলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। শনিবার এমনই দৃশ্য দেখা গেল ইডেন গার্ডেন-এ। নভেম্বরে ভারতের প্রথম দিনরাতের টেস্টে সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেট টিমের সমর্থকদের মন জয় করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এর একমাস পরে ঐ একই মাঠে ব্যাট করতে নামলেন অনুষ্কা। তৈরী হচ্ছে কিংবদন্তি মহিলা পেসার ঝুলন গোস্বামী-র বায়োপিক। আর তাই এদিন অনুষ্কাকে দেখা গেল ইডেনে। এই বায়োপিকে ঝুলন গোস্বামী-র ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মা-কে।

কোলাজ চিত্র

প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে বায়োপিক হতে চলেছে ঝুলনের। এই ভারতীয় পেসারের বায়োপিকের নাম ‘চাকদহ এক্সপ্রেস’। ২০১৮-তেই এই ছবির কথা ঘোষণা করা হয়েছিল। শনিবার ইডেনে হয়ে গেল এই ছবির শুটিং। চাকদহের মধ্যবিত্ত পরিবারের এক বাঙালী মেয়ের ক্রিকেটার হওয়ার গল্প। চাকদহ থেকে ট্রেনে করে কলকাতা আবার কলকাতা থেকে চাকদহ। তারপর দিল্লী, মুম্বাই সহ গোটা বিশ্বে ঝুলন গোস্বামী-র ভারতীয় মহিলা ক্রিকেটার হয়ে ওঠার গল্প নিয়ে তৈরী হচ্ছে এই বায়োপিক। তবে এই ছবিতে বিশেষ কি চমক থাকছে তা দেখার জন্য বেশ কিছুদিন অপেক্ষায় থাকতে হবে দর্শককে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here