নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এরকম খবর কখনও মিথ্যা হয় না৷ আর খবরটা জানার পর স্বভাবতই দর্শকমহল থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী মানুষের মনে উত্তেজনার পারদ চড়েছে বহুগুণ।

পারদ চড়বে না? ‘প্রিন্স অফ ক্যালকাটা’ তথা বি সি সি আই প্রেসিডেন্ট সর্বোপরি কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক হতে চলেছে যে বলিউডে! উদ্যোক্তা করণ জোহর। ছবির প্রযোজনা এবং পরিচালনা দুই করণের।

সূত্রের খবর অনুযায়ী দুজনের মধ্যে কথাও হয়েছে এই বিষয়ে। কিন্তু সৌরভ গাঙ্গুলির চরিত্রে কাকে দেখা যাবে তা জানা যায়নি এখনও। তবে, এটুকু বলা যায় খোঁজপর্ব চলছে করণের তরফে। এমন কাওকে এই চরিত্রের জন্য ভাবা হবে যাঁর মধ্যে খেলা নিয়ে সামান্য জ্ঞান আছে এবং একটু আধটু খেলাধুলোও করেন।

আরও পড়ুনঃ হৃত্বিক-এর ঝুলিতে দাদাসাহেব ফালকে, সেরা ছবির শীর্ষে সুপার ৩০
ছবিতে স্বভাবতই উঠে আসবে সৌরভের বাল্যজীবন, বাল্যকালের স্মৃতিঘেরা বেহালার ডগলাস প্লে গ্রাউন্ড, আজকের মহারাজ হয়ে ওঠার নানা ধাপ সহ আরও নানা দিক। একইভাবে ভাবনার বিষয় দাদার সঙ্গে জড়িত মানুষগুলির চরিত্রে কারা থাকবেন।
এই যেমন ধরুন চণ্ডী গাঙ্গুলি, স্নেহাশিস গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলি কিংবা সানা’দের চরিত্রে কাদের দেখা যেতে পারে তা নিয়ে আগ্রহের পারদ তুঙ্গে থাকবে দর্শকের। তবে, জানতে হলে এখন অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584