সুদীপ পাল,বর্ধমানঃ
ভারতের সামরিক পরিকাঠামো উন্নত করে গড়ে তোলার অন্যতম উদাহরণ পানাগড়ের বায়ুসেনার ঘাঁটিকে আধুনিক করে গড়ে তোলা।সেনাছাউনিতে গত মার্চ মাসে ব্রহ্মাস্ত্র কর্পস রাঁচি থেকে স্থায়ীভাবে স্থানান্তর হওয়ার পর এই প্রথম সেখানে পা রাখলেন ভারতীয় বায়ুসেনার প্রধান জেনারেল বিপিন রাওয়াত।
সফরকালে তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজমুকুন্দ নারাভানে।বর্তমানে আর্জেন সিং ছাউনিতে সি-১৩০ জে সুপার হারকিউলিস যুদ্ধবিমানের ঘাঁটি করা হয়েছে।যা উত্তরপ্রদেশের হিন্দন ছাড়াও শুধুমাত্র রয়েছে পানাগড়ে।কীভাবে ব্রহ্মাস্ত্র কর্পসের কমান্ডারকে তৈরি রাখতে হবে,তার রণকৌশল, নিজেদের সজ্জিত কোথায় রাখতে হবে,এগুলি নিয়ে বৈঠকে আলোচনা করেন ভারতীয় সেনাপ্রধান।
আরও পড়ুনঃ নাকা চেকিং -এ বাধা,ভারতীর গাড়ি থেকে উদ্ধার নগদ,আইন আইনের পথে চলবে মত দিলীপের
চীন সীমান্ত থেকে দেশের অনেকটাই ভিতরে হওয়ায় পানাগড় মিলিটারি স্টেশনের স্ট্র্যাটেজিগত গুরুত্ব অনেকটাই বেড়েছে পানাগড় সেনাছাউনির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584