অনুমোদনের পথে ব্যারাকপুর কর্পোরেশন

0
67

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এই মুহূর্তে সাতটি পুরনিগম রয়েছে গোটা রাজ্যে। এবার অষ্টম পুরনিগম তৈরি হতে চলেছে। ব্যারাকপুর মহকুমার টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, কাঁচরাপাড়া, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর – এই ৮ টি পুরসভা নিয়ে তৈরি হচ্ছে এই ব্যারাকপুর পুরনিগম। উত্তর ২৪ পরগনার জেলাশাসক এলাকার বিন্যাস করে পুর ও নগরোন্নয়ন দফতরে জমা দিয়েছেন। সেই আবেদন এসে পৌঁছেছে নবান্নে।

Barakpur municipality | newsfront.co
প্রতীকী চিত্র

মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর তা যাবে পরবর্তী ক্যাবিনেট বৈঠকে। সেখান থেকে রাজ্যপালের অনুমোদন পেলেই তৈরি হয়ে যাবে অষ্টম পুরনিগম। তবে, ব্যারাকপুর পুর নিগম গঠনের সিদ্ধান্তকে রাজনৈতিক ভাবে সুদূরপ্রসারী মানছে রাজনৈতিক মহল। সব ঠিকঠাক থাকলে এ বছরের শেষেই নতুন কর্পোরেশন তৈরি হবে রাজ্যে। এই পুরসভাগুলির মধ্যে বেশ কটি পুরসভা এমন আছে যেগুলি এই মুহূর্তে বিজেপির গড় হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে ব্যবহৃত মাস্ক-গ্লাভস ফেলার জন্য কলকাতা জুড়ে বসছে হলুদ ড্রাম

বেশ ক’টি পুরসভায় বিজেপি শীর্ষ নেতারা রয়েছেন। কয়েকটি পুরসভা জিতলেও বিজেপির প্রচারে আসা সহজ। অন্যদিকে ব্যারাকপুরের বড় কর্পোরেশন দখল করাটা বিজেপির পক্ষে এই মুহূর্তে কঠিন। সেক্ষেত্রে এর ফলে বিজেপিকে রাজনৈতিক ভাবে দুর্বল করে দেওয়া সহজ হবে।

বর্তমানে রাজ্যে সাতটি কর্পোরেশন রয়েছে। সেগুলি হল, কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি। ব্যারাকপুর কর্পোরেশন গঠিত হলে রাজ্যে কর্পোরেশন সংখ্যা দাঁড়াবে আটটি। তবে পুরো প্রস্তাবটিই নবান্নে অনুমোদনের অপেক্ষায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here