পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
113

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যে হতে চলেছে ৩২ হাজার শিক্ষক পদে নিয়োগ। আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee | newsfront.co
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী জানান, ”পুজোর আগে আপার প্রাইমারিতে নেওয়া হবে ১৪ হাজার শিক্ষক এবং প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক। এছাড়া পুজোর পর মার্চের মধ্যে নিয়োগ করা হবে আরও সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষককে। মোট ৩২ হাজার নিয়োগপত্র দেবে রাজ্য সরকার।”

আরও পড়ুনঃ ২০ জুলাইয়ের মধ্যে মাধ্যমিক এবং ২৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ঘোষণা পর্ষদ-সংসদের

যোগ্যতার ভিত্তিতেই নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”মেধাই আসল পরিচয়। এতে লবি করার প্রয়োজনই নেই। যারা পরীক্ষায় পাশ করেছেন তারাই চাকরি পাওয়ার প্রকৃত অধিকারী। আদালতে মামলা ছিল বলে নিয়োগ প্রক্রিয়া এতদিন আটকে ছিল।” স্বভাবতই এই ঘোষণায় খুশি রাজ্যের চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনঃ মাধ্যমিকে নম্বরে গরমিল হলে স্কুলগুলিকে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যশিক্ষা পর্ষদের

উল্লেখ্য, আজই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পাওয়ার কথা। তার আগেই মুখ্যমন্ত্রী জানালেন, কোন পদে কোন সময় এই নিয়োগগুলি করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here