তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জের উপ-নির্বাচন। কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকারের একদিকে মেয়ের বিয়ে আর অন্যদিকে নির্বাচন।
সর্বোপরি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মতো ভিভিআইপি-র বালাস গ্রামের মতো প্রত্যন্ত গ্রামে গিয়ে কমল সরকারের মেয়েকে আশীর্বাদ করতে যাওয়া– এই অবস্থাকেই বোধহয় প্রবাদে বলে মরার উপর খাঁড়ার ঘা।
বাড়িতে বিপ্লব দেব আসায় কন্যা বিদায়ের শোক ভুলে গিয়েছেন বাবা কমল সরকার। বিনা মেঘে বজ্রপাতের মতোই কমল বাবুর বাড়িতে মেয়েকে আশীর্বাদ করতে হাজির হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ধুতি-পাঞ্জাবি পরিহিত কমলবাবু একজন কৃষিজীবী মানুষ।
গত পঞ্চায়েত নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করার পর এবার বিজেপি কালিয়াগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়েছে।
আরও পড়ুনঃ জটেশ্বরে সাইবাবার শুভ জন্মোৎসব পালন
একদিকে ভোট অপরদিকে মেয়ের বিয়ে। হাজার ব্যস্ততার মধ্যেও তাঁর চোখে-মুখে কিন্তু মানসিক চাপের কোনও ছাপ নেই। সবসময় হাসি মুখেই সব প্রশ্নের উত্তর দিচ্ছেন খোলামেলা।
আজ প্রচারের শেষ দিন। গতকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কালিয়াগঞ্জে রোড শো করার পারমিশন প্রশাসন না দিলেও, আজ প্রশাসনিক আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে রোড শো করে বাজিমাত করে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কালিয়াগঞ্জে তিনি যখন প্রবেশ করলেন তখন হাজার জনতার মাঝে হাত নাড়িয়ে কমলবাবুকে ভোট দেওয়ার আর্জি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584