তৃণমূলকে চ্যালেঞ্জ করে পদত্যাগের শপথ বিপ্লবের

0
141

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Biplab Oath of resignation 3
নিজস্ব চিত্র

‘পঞ্চায়েত নির্বাচনে এরাজ্যে ৭০ জনের মৃত্যু হয়েছে,অথচ ত্রিপুরাতে আমরা ক্ষমতায় এসেছি পঞ্চায়েত প্রায় ৯৯ শতাংশ জয়লাভ করেছি। কেউ বলতে পারবেনা রাজনৈতিক হিংসার কারনে ত্রিপুরাতে একজন মানুষ মারা গিয়েছে যদি কেউ প্রমান করতে পারে তাহলে আমি এখান থেকে গিয়ে পদত্যাগ করবো।আর দিদি আপনি বলুন এরাজ্যে রাজনৈতিক কারনে কজন মারা গিয়েছে বাংলার মানুষ শুনতে চায়।’ দক্ষিণ ২৪ পরগণা জেলায় মথুরাপুরে বিজেপি’র প্রকাশ্য সভায় এসে এমনটাই দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

Biplab Oath of resignation 2
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ বিজেপি নেতৃত্ব। নিজস্ব চিত্র

তিনি আরও জানান,”আমি দুদিন এরাজ্যে এসেছি গতকাল মেদিনীপুর কাঁথিতে একটা জনসভা ছিলো সেই সভায় আমি দীলিপ বাবু, বিজেপির সভাপতি অমিত শাহ উপস্থিত ছিলো। সভা শেষে ফেরার পথে কর্মীদের উপর হামলা হয়েছে অনেক গাড়ি ভাঙচুর হয়েছে।এখনও অনেক কর্মী বাড়ি ফেরেনি জানিনা তারা কোথায়। দিদি গতকাল অধিকারী আপনার অধিকার ছিনিয়ে নিয়েছে,কাঁথি আপনার কাত করে দিয়েছে।

Biplab Oath of resignation 4
নিজস্ব চিত্র

এদিনের সভায় বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ জানান, “আমরা জানি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তিলজলায় কিন্তু সেদিন দেখলাম কংগ্রেসের সাংসদ মৌসম বেনজি নবান্নে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন।” দীলিপ বাবু সভা থেকে প্রশ্ন করেন নবান্ন কী এখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দম্পতি

এদিনের সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ রাজ্য সভাপতি দীলিপ ঘোষ,জয় ব্যানার্জী,জেলা সভাপতি অভিজিৎ দাস সহ বিজেপি নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here