মুখ্যমন্ত্রীর নির্দেশে বহিস্কৃত সোনা পাল : বিপ্লব মিত্র

0
261

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ-

হরিরামপুরের পালক থেকে বাদ গেলো সোনা। দল বিরোধী কাজের জন্য দক্ষিণ দিনাজপুরের তৃণমূল-কংগ্রেস নেতা শুভাশিস পাল ওরফে সোনা পালকে বহিষ্কার করল জেলা তৃণমূল-কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর নির্দেশেই বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বালুরঘাট পৌরসভার সুবর্ণতটে সাংসদ অর্পিতা ঘোষকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন তৃণমূল-কংগ্রেসের জেলা সভাপতি বিপ্লব মিত্র। ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয় শুভাশিস পালকে।

সোনা বাবু

জেলা সভাপতির এই ঘোষণাকে মেনে নিতে নারাজ শুভাশিস পাল।হাতে মাত্র আর ১২ দিন। তারপরেই পঞ্চায়েত নির্বাচন। এদিকে পঞ্চায়েত নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে ততই তৃণমূলের মধ্যে দলীয় গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসছে। বিপ্লববাবু জানান, “যারা দল বিরোধী কাজ করছেন, যারা পঞ্চায়েত ভোটে অন্যদের সুবিধা করে দিতে চাইছেন; তাদের আর ক্ষমা করা নয়।”

বিপ্লব বাবু

প্রসঙ্গত, শুভাশিস পাল বিগত পঞ্চায়েত ভোটে হরিরামপুর আসন থেকে জেলা পরিষদের প্রার্থী ছিলেন। জয়ের পর তাকে পূর্তবিভাগের কর্মাধ্যক্ষ করা হয়। জেলা সভাপতির সঙ্গে মতবিরোধের কারণে ক্রমেই দল থেকে গুরুত্ব হারাতে শুরু করেন শুভাশিস পাল। এমনকি সেইসময়ই শুভাশিস পালকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে অভিষেক ব্যানার্জীর হাত ধরে ফের তিনি দলে ফেরেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে দল আর তাকে টিকিট দেয়নি। এদিকে এবার টিকিট না পেয়ে তিনি তার মা ও দাদাকে জাতীয় কংগ্রেসের হয়ে ভোটে দাঁড় করান। এমনকি হরিরামপুরে কংগ্রেসের হয়ে প্রচারও চালান বলেও অভিযোগ।
এবিষয়ে তৃণমূল-কংগ্রেসের জেলা সভাপতি বিপ্লব মিত্র জানান, “শুভাশিস পাল নিজেকে তৃণমূলের কর্মী বলে দাবি করেও তার পরিবারের সদস্যদের কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করিয়েছেন। নিজে কংগ্রেসের হয়ে প্রচার করছেন। তার ভিডিয়ো আমাদের হাতে এসেছে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানোর পর দলনেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে এদিন তাকে দল থেকে বহিষ্কার করা হয়।” পাশাপাশি দল বিরোধী কাজ করলে কাউকে আর দলে রাখা হবে না বলেও সাফ হুঁশিয়ারি দেন জেলা সভাপতি।
অন্যদিকে শুভাশিস পাল জানান, তিনি তৃণমূল করেন অভিষেক ব্যানার্জীর হাত ধরে। তাই তাকে কে, কোথা থেকে বহিষ্কার করল তা নিয়ে কোনও মাথাব্যাথা নেই তার। তিনি তৃণমূল দল করেন আর আগামীতেও তাই করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here