নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
বেশ কিছুদিন ধরে ঝাড়গ্রামের সাংসদ উমা সরেন কে সরিয়ে এবার ওই কেন্দ্রে নতুন মুখ নিয়ে আসার জল্পনা চলছিল তৃণমূলের কেন্দ্রীয় কমিটির ভেতরে।অবশেষে সেই জল্পনা সত্যি হলো।উমা সরেনকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী আন্দোলনের নেতা রবিন টুডুর স্ত্রী বীরবাহা টুডু (সরেন) কে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেন। রাজ্য সরকারের পক্ষে এবং বিপক্ষে থাকা নিয়ে আদিবাসী সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়।ভারত দিশম মাঝি মাড়ওয়া এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল নামে দুটি ভাগে আদিবাসী সমাজ ভাগ হয়ে যায়।ভারত দিশম মাঝি মাড়ওয়া সরকারের সঙ্গে সহযোগিতা করে আদিবাসী সমাজের উন্নয়নের কাজ চালিয়ে যায়,কিন্তু আদিবাসী শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে ভারত জাকাত মাঝি পারগানা মহল।এরফলে আদিবাসীদের একটি সংগঠনের সঙ্গে আর একটি সংগঠনের সাপে নেউলে সম্পর্ক তৈরি হয়।জঙ্গলমহলে আদিবাসী ভোট দুই ভাগ হয়ে যাওয়া নিশ্চিত হয়।গত পঞ্চায়েত নির্বাচনে তার প্রভাব দেখা গিয়েছে।এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলী পদক্ষেপ নিয়ে সরকার বিরোধী আন্দোলনকারী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের বিশিষ্ট নেতা রবিন টুডুর স্ত্রী বিরবাহা টুডু (সরেন )কে ঝাড়গ্রাম কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেন।এর ফলে সরকার বিরোধী আদিবাসীদের ভোটও আর তৃণমূলের অধরা থাকলো না।
আরও পড়ুনঃ রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইলাল
আদিবাসী সমাজ সংগঠনের দুটো পক্ষের ভোটই তৃণমূল প্রার্থীর অনুকূলে যাওয়া প্রায় নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আদিবাসী সংগঠনের দুই পক্ষের নেতারাই স্বীকার করেছেন তৃণমূল প্রার্থীকে সমর্থন না করে তাদের আর কোনও গত্যন্তর নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584