অজয়ের বাঁধ ভেঙ্গে প্লাবিত সুন্দরপুরকে ছন্দে ফেরাতে বিভিন্ন পরিকল্পনা রাজ্যের, পুনর্নির্মাণ কালিপুজোর পরেই

0
33

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

অজয় নদের বাঁধ ভেঙে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় নানুরের সুন্দরপুর গ্রামের মানুষ। তাঁদের জরুরী নথিপত্র থেকে শুরু করে বাড়ি-ঘর সর্বস্ব খোয়া যায় বানের জলে। এমনকি অজয়ের জলে ভেসে যায় অনেক গৃহপালিত পশুও। পুজোর আগে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে ত্রাণ এলেও কোনও স্থায়ী সমাধান হয়নি সুন্দরপুরের বাসিন্দাদের।

Birbhum administrative meeting
বীরভূম জেলা শাসকের দপ্তরে বৈঠক, ছবিঃ সংগৃহীত

দুর্গাপুজোর ছুটির পরে অফিস খুলতেই নদীবাঁধ ভেঙে সমস্যায় পড়া সুন্দরপুর গ্রামকে ছন্দে ফিরিয়ে আনতে জেলাশাসকের দপ্তরে বিশেষ বৈঠকে বসে বীরভূম জেলা প্রশাসন। সুন্দরপুরে বেশীরভাগ মানুষ আলু চাষি। চাষের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে বন্যায়। সে কথা মাথায় রেখে সরকার তাঁদের কাছে পৌঁছে দেবে আলুচাষের জন্য বীজ।

আরও পড়ুনঃ পেগাস্যাস মামলায় টেকনিক্যাল কমিটি গঠন সুপ্রিম কোর্টের

এছাড়াও সুন্দরপুর অঞ্চলকে আনা হবে ‘দুয়ারে সরকার’-এর বিশেষ ক্যাম্পের আওতায়, যাতে গ্রামবাসীরা তাঁদের হারিয়ে যাওয়া, ভেসে যাওয়া নথি পুনরায় তৈরি করতে পারেন। এছাড়াও যাঁদের গৃহপালিত পশু বানের জলে ভেসে গিয়েছে তাঁদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের তরফ থেকে। অজয় নদের যে বাঁধ ভেঙে গিয়েছে, কালীপুজোর পরই তার পুনর্নির্মাণের কাজ শুরু হবে এমনটাই জানান জেলাশাসক বিধান রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here