পিয়ালী দাস, বীরভূমঃ
মহামারী করোনার জেরে অনেকটাই জৌলুস হারিয়েছে দুর্গোৎসব । তবুও রাজ্য সরকারের তরফে শারদ সম্মান প্রদান করা হল এবারেও। বীরভূম জেলায় বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বীরভূম জেলার পুজো কমিটি গুলো।

বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বাসু সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন। সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা পুজো, এবং সেরা কোভিড সচেতন পুজো, এই চারটি বিভাগে বীরভূমের তিনটি মহকুমার বেশ কয়েকটি ক্লাব পুরস্কার জিতে নেয়।

আরও পড়ুনঃ কলকাতার পুজোর থিমে সোনু সুদ, আপ্লুত অভিনেতা
সেরা পুজো তালিকায় এবার স্থান করে নিয়েছে সাঁইথিয়ার অরুণোদয় ক্লাব, বোলপুরে কাছারি পট্টি যুব সম্প্রদায়, রামপুরহাটে তরুণের আহ্বান। যেহেতু চলতি বছরের অধিকাংশ সময় মহামারী করোনার মধ্যে চলে গিয়েছে তাই রাজ্য সরকারের তরফে এবার সেরা কোভিড সচেতন পুজোর একটি বিশেষ বিভাগ রাখা হয়।
আরও পড়ুনঃ মহাসপ্তমীতেই শুরু হল কলকাতা-পোর্ট ব্লেয়ারের উড়ান
সেই পুরষ্কার জিতে নিয়েছে সাঁইথিয়ার অগ্রণী সমাজ, বোলপুরের দূর্গামাতা ক্লাব এবং আদ্যাশক্তি সংঘ। পুরষ্কার জিতে স্বভাবতই অত্যন্ত খুশি পুজো উদ্যোক্তারা। অগ্রণী সমাজ ক্লাবের পুজো উদ্যোক্তা বিপ্লব দত্ত জানিয়েছেন, “বর্তমান অবস্থার বিচারে মানুষকে সচেতনতারবার্তা দিতে মণ্ডপ গড়ে তোলা হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584