পিয়ালী দাস, বীরভূমঃ
কর্তব্যরত পুলিশ কর্মীদের আত্মহত্যার প্রবণতা কমাতে অভিনব পদ্ধতি অবলম্বন করল বীরভূম জেলা পুলিশ। কর্মরত পুলিশ কর্মীরা যেন মানসিক সুস্থতার সাথে সাধারণ মানুষের সেবা করতে পারে সে বিষয়ে পুলিশকর্মীদের মানসিকভাবে সুস্থ রাখতে রবিবার বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং উদ্বোধন করলেন “মানসিক সুস্থতা কেন্দ্রের।” যেখানে সপ্তাহে দুদিন জেলার পুলিশ কর্মীদের কাউন্সিলিং করা হবে।
আরও পড়ুনঃ আইসিএসইতে ৯৮ শতাংশ পেয়ে নজির ২ পড়ুয়ার
কিভাবে পুলিশকর্মীরা কর্মব্যস্ততার মাঝে মানসিকভাবে দৃঢ় থাকবেন সে বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা পাঠ দেবেন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় মানসিক বিপর্যয়ের কারণে একাধিক পুলিশ কর্মী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কর্মরত অবস্থায়।
আগামী দিনে এই ধরনের বিপর্যয়ের মধ্যে পুলিশকর্মীরা যেন জড়িয়ে না পড়েন তার জন্য এই ধরনের কেন্দ্র গড়ে তোলা হচ্ছে রাজ্য পুলিশের ডিজি -এর নির্দেশে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584