পিয়ালী দাস, বীরভূমঃ
লকডাউন সত্ত্বেও বাজার করার অজুহাতে প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে পরছেন অনেক মানুষ৷ প্রশাসনের তরফ থেকে বার বার সচেতন করা সত্ত্বেও আইন মানছেনা কেউই। সেই কারণেই এবার কড়া পদক্ষেপ নিল বীরভূম জেলা পুলিশ৷
নিরাপত্তাজনিত বিধি-নিষেধের সরকারি নির্দেশ অমান্য করে যে সকল গাড়ি,টোটো,মোটরসাইকেল রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল বীরভূম জেলা পুলিশ। আজ সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত মোট ৯৯ জনকে গ্রেফতার করা হয় এবং ১১৪ টি বাইক,টোটো, ছোট গাড়ি বাজেয়াপ্ত করা হয় গোটা জেলা জুড়ে।
এছাড়াও অত্যাবশ্যক দ্রব্যাদি বাদেও যে সকল দোকান খোলা হয়েছিল অথবা মুখে মাস্ক কিংবা সমতুল্য কাপড় ছাড়া যে সমস্ত লোক রাস্তায় বেরিয়েছিল তাদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কর্তব্য পালনের শাস্তি, কনস্টেবলকে কান ধরে ওঠবস করালো আধিকারিক
নিরাপত্তাজনিত বিধি-নিষেধ চলাকালীন সরকারি নির্দেশকে মান্যতা দিতে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এই আইনী প্রক্রিয়া জেলাজুড়ে প্রতিদিন জারী থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে আজ সকাল থেকে বোলপুর শহরের রাস্তায় বেরোনো সকল গাড়িতে স্টিকার লাগানো শুরু করল পুলিশ৷ স্টিকারে লেখা হচ্ছে কোন সময়, কত তারিখে ওই গাড়িটি নিয়ে ব্যক্তিটি রাস্তায় বেরিয়েছেন৷ অন্য দিকে, সেই গাড়িটির নম্বর পুলিশ তার নিজের খাতায়ও নথিভুক্ত করে রাখছেন। করা নির্দেশ দেওয়া হচ্ছে এক সপ্তাহে অন্তত ২বার শহরের রাস্তায় বেরোতে পারবে তার বেশি বেরোলেই ব্যবস্থা নেবে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584