পিয়ালী দাস, বীরভূমঃ
সময় যত গড়াচ্ছে ততোই করোনাতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বীরভূম জেলায়। বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর বিগত দশ দিনে প্রায় পঁচিশ হাজার পরিযায়ী শ্রমিক বীরভূমে নিজের বাড়িতে ফিরেছে। প্রশাসনিক আধিকারিকদের দাবি, ভিন রাজ্য থেকে শ্রমিকরা বীরভূমে আসার পর থেকেই লাফিয়ে লাফিয়ে করোনাতে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।
শুক্রবার বীরভূম জেলা প্রশাসনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১১০ জন। বীরভূমের তিনটি মহকুমা -এর মধ্যে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা রামপুরহাট মহকুমায়, কারণ রামপুরহাট মহকুমা থেকে প্রচুর মানুষ কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল। লকডাউন চলাকালীন তারা বীরভূমে সময়মতো ফিরতে পারেনি।
আরও পড়ুনঃ রায়গঞ্জে মুক্তি পেল চার বছরের ‘করোনা জয়ী’
কেন্দ্রীয় সরকারের খামখেয়ালি পরিকল্পনার জেরে দীর্ঘ দু’মাস পর ঘরে ফিরছে শ্রমিকরা। মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, দিল্লি এইসব রাজ্য থেকে প্রচুর পরিমাণে শ্রমিকরা বীরভূমে ফিরছে। তাই কড়া নজরদারি চালাতে বীরভূম জেলা পুলিশের তরফে রাস্তায় রাস্তায় চলছে টহলদারি। অকারণে বাইক নিয়ে দাপাদাপি করলেই বাজেয়াপ্ত করা হচ্ছে বাইক। রীতিমতো কড়া ধারায় মামলা রুজু করছে পুলিশ। বিনা মাস্কে বাড়ির বাইরে বেরোলে সেক্ষেত্রেও কড়া ধারায় মামলা রুজু করা হচ্ছে বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584