পিয়ালী দাস, বীরভূমঃ
বিশ্ব পরিবেশ দিবসে বীরভূম জেলা পুলিশের তরফে বৃক্ষরোপন অনুষ্ঠান আয়োজিত হল।সিউড়ি চাঁদমারি মাঠে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং, জেলাশাসক মৌমিতা গোদারা বাসু, বনদফতরের বীরভূম জেলার আধিকারিক কে হরিকৃষ্ণন, বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ।
বীরভূম জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে জেলাশাসক মৌমিতা গোদারা বাসু জানান, ‘জেলার প্রতিটি ব্লকে গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপনের দিকে সমাজকে আরো যত্নবান হতে হবে।’
আরও পড়ুনঃ নিজের এলাকাতে গাছ লাগালেন মন্ত্রী রব্বানী
বীরভূম জেলা বনদপ্তর আধিকারিককে হরিকৃষ্ণন বলেন, ‘গাছ একটি মানুষের জীবনের অন্যতম চাহিদা। তাই গাছকে যত্ন নিয়ে লালন পালন করতে হবে। অযথা কোথাও গাছ না কাটা হয় সেদিকে বনদফতরের কড়া নজরদারি রয়েছে । গাছ চুরির খবর এলে সেক্ষেএে বনদফতর নির্দিষ্ট আইনের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে অভিযুক্তদের বিরুদ্ধে।’
তিনি আরো বলেন, ‘গাছ পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই বনদফতরের তরফে সাধারণ মানুষের কাছে আবেদন, আপনারা যত পারবেন ততো গাছ লাগান বাড়ির আশেপাশে। তাতে আখেরে মানবজাতির লাভ হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584