পিয়ালী দাস, বীরভূম:
বীরভূমের সিউড়ি থানার ভট্টাচার্য পাড়া থেকে স্ত্রীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিলেন বাচ্চু ধীবর।কিন্তু লকডাউনের জেরে সেখানেই আটকে পড়েন এই দম্পতি। এমনকি চিকিৎসার জন্য বহন করা খরচের অবশিষ্টাংশ যা ছিল, তাও শেষ হয়ে যাওয়ায় চরম অসুবিধার মধ্যেই দিন কাটছিল দম্পতির। এই পরিস্থিতিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বীরভূম জেলা পুলিশের সহায়তা কেন্দ্রের ফোন নম্বরটি পান।

তারপর তিনি যোগাযোগ করেন বীরভূম জেলা পুলিশের সেই নম্বরে। পুরো বিষয়টি বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং এর নজরে এলে, তিনি ব্যক্তিগত ভাবে বাচ্চু ধীবরের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বাচ্চু বাবুর ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠিয়ে দেন পুলিশ সুপার।
আরও পড়ুনঃ লকডাউনে পাঞ্জিপাড়ায় দুঃস্থদের পাশে তৃণমুল নেতৃত্ব
পুলিশের এই সাহায্য পৌঁছানোর পরেই বাচ্চু ধীবর জানান, ‘জীবনে বহু সময় পুলিশের সম্পর্কে অনেক খারাপ কথা শুনেছি, কিন্তু আজকে পুলিশ সুপারের এই ভূমিকায় সমগ্র পুলিশ কর্মীদের সম্পর্কে ধারণার আমূল পরিবর্তন ঘটলো’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584