পুলিশী ধরপাকড়কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মেলায় চলছে পাখি বিক্রি

0
79

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Birds are selling in the fair
চলছে কেনা বেচা।নিজস্ব চিত্র

পৌষপার্বণ উপলক্ষে চারিদিকে চলছে মেলার রমরমা।আর এই মেলা গুলিতে রমরমিয়ে বেআইনী ভাবে বিক্রি হচ্ছে পাখি।অসাধু ব্যবসায়ীরা নিরাপত্তার ফাঁকফোকর গলে চালাচ্ছে এই ব্যবসা।পুলিশী ধরপাকড়কে থোড়াই কেয়ার ওই বিক্রেতাদের।সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বনদপ্তর অভিযান চালায় শরশঙ্কা মেলায়।তারপর সেখান থেকে উদ্ধার হয় প্রায় একশ কুড়িটি মত পাখি।যার মধ্যে বেশিরভাগই লুপ্তপ্রায় পাখি।তারই রেশ কাটতে না কাটতে তার পরের দিন সকাল থেকেই শরশঙ্কা মেলায় রমরমিয়ে চলছে পাখি বিক্রি।বেলদা বনদপ্তরের পক্ষ থেকে বারবার অভিযোগ আনা হয়েছে মেলা কমিটির বিরুদ্ধে।অভিযোগ মেলা কমিটি এই পাখি বিক্রিতে কোনরূপ হস্তক্ষেপ করছে না।সোমবারে পরের দিন ঠিক মঙ্গলবার সকাল থেকেই এই পাখি বিক্রিতে চাঞ্চল্য দেখা যায় পাখি প্রেমিকদের মধ্যে।তাদের দাবি পুলিশী ধরপাকড়ে কোন রূপ পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত না নিজেরা এই পাখিদের গুরুত্ব না বুঝতে পারে।তবে বেলদা বনদপ্তর সূত্রে খবর ঘটনার সত্যতা বুঝে পাখিগুলিকে উদ্ধার করা হবে।

Birds are selling in the fair
বিক্রির নিমিত্ত।নিজস্ব চিত্র

আরও পড়ুন: ফুলবাড়ি থেকে উদ্ধার অসুস্থ বনবিড়াল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here