গরুমারায় শুরু হল পাখি শুমারির কাজ

0
122

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

প্রায় কয়েক বছর পর গরুমারায় পাখি গণনা শুরু হল বনদফতরের তরফে। শুক্রবার গরুমারায় এই পাখি গণনার কাজ শুরু হয়।

birds | newsfront.co
প্রতীকী চিত্র

পরিবেশ প্রেমী সংগঠন ন্যাফ ও বনদফতরের যৌথ উদ্যোগে এই গণনা হচ্ছে বলে বনদফতর সূত্রে খবর। এর আগে ২০১৩ সালে শেষবার গরুমারায় পাখি শুমারি হয়েছিল।

nisha goswami | newsfront.co
নিশা গোস্বামী। নিজস্ব চিত্র

এবার ফের সেই শুমারির কাজ শুরু হতে চলেছে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও নিশা গোস্বামী জানান এই গণনার ফলে গরুমারা ও আশপাশ এলাকায় কত প্রজাতির পাখি রয়েছে তা জানা যাবে।

আরও পড়ুনঃ দলগাঁও চা বাগান থেকে চিতাবাঘ উদ্ধার,চাঞ্চল্য

এই মুহূর্তে গরুমারার মূর্তি ও জলঢাকা নদী সহ জঙ্গল সংলগ্ন জলাশয়ে এই পাখি গণনার কাজ চলছে। বেশ কিছু নতুন প্রজাতির পাখির সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here