ডিজিটালে শ্রুতি নাটক ‘বিরিঞ্চিবাবা’

0
473

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনের জেরে মঞ্চে পড়েছে তালা।আর তাই নাট্যপ্রেমী মানুষের নাট্যপিপাসার কথা মাথায় রেখে ‘ফোর্থ বেল থিয়েটার’ অনলাইনে নিয়ে এল রাজশেখর বসুর লেখা ‘বিরিঞ্চিবাবা’। তবে, তা দৃশ্যমান নয়। কণ্ঠাভিনয়ে। সুতরাং শ্রুতিনাটক বলাই ভাল। মতলবী, সুবিধাবাদী, ভণ্ড, জোচ্চর বিরিঞ্চিবাবার চরিত্রে কণ্ঠদান করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক।

Birinchi Baba | newsfront.co

রয়েছে আরও বহু চরিত্র। প্রত্যেকের সংলাপ শুনে মনে হতে বাধ্য আপনি চোখের সামনে বিরিঞ্চিবাবা, সত্য, গুরুপদ, বুচকি, পরমার্থ, নিতাই, পটলিদের দেখতে পাচ্ছেন। নাটকের সংলাপের সঙ্গে কিছু পোর্ট্রেট আলাদা মাত্রা যুক্ত করেছে। যা চোখের সামনে সিনগুলিকে তুলে ধরেছে স্থির অবস্থাতেই।

Kanchan Mallick | newsfront.co
কাঞ্চন মল্লিক

এই নাটকে গান একটা দারুণ ভূমিকা পালন করেছে। যা গোটা নাটকটির এসেন্স মানুষকে বোঝানোর জন্য যথেষ্ট। নাটকে সত্য যেভাবে বিরিঞ্চিবাবা গল্পে বাবাজিকে হিরো না করে স্বল্প কথায় নিজেকে আর বুচকিকে নায়ক-নায়িকা হিসেবে তুলে ধরল তা নিঃসন্দেহে গুছিয়ে নিজের ঢাঁক নিজে পেটানোর উদাহরণ। যদিও কথাটা তার সত্য।

কাঞ্চন মল্লিক ছাড়াও নাটকের কণ্ঠশিল্পীরা হলেন স্নেহা চ্যাটার্জি, অনির্বাণ দত্ত, ইদা দাশগুপ্ত, শুভময় দে, মহুয়া হালদার, কুণাল ভৌমিক, উজ্জ্বল।মণ্ডল, জিত সুন্দর চক্রবর্তী, জিত দাস, পূজা মাজিলা, রোমিত গাঙ্গুলি, অরিন্দম বসু, তিমির বিশ্বাস, আত্মদীপ ঘোষ, অরিত্র দত্ত, সুদীপ সরকার, ইন্দ্রনীল মজুমদার। নাটকটির নির্দেশনায় রোমিত গাঙ্গুলি।

Shreya Chatterjee | newsfront.co
স্নেহা চ্যাটার্জি

গানের দিকটি সামলেছেন ইন্দ্রনীল মজুমদার, ঋতজায়া ব্যানার্জি, শুভময় ঘোষ, সৃজিতা মিত্র, দীপতর্ক বসু, শ্রেয়া নাথ, রোমিত গাঙ্গুলি, অনিরুদ্ধ দাশগুপ্ত।

আরও পড়ুনঃ ডিজিটালে আসছে মিউজিক্যাল থিয়েটার ‘ডাকঘর- ‘দ্য পোস্ট অফিস’, মুখ্য চরিত্রে পিতা-পুত্র

বিরিঞ্চি বাবা না হয় টু-পাইস কামানোর জন্য ভরং বাজি করছে। কিন্তু যেসব শিক্ষিত লোকেরা নিজেদের ক্রিম অফ সোসাইটি বলে দাবি করে তারা নিজেদের শিক্ষার চোখে ঠুলি পরিয়ে সেই বাবাজিকে মাথায় তুলে নাচছে। এরা তো বাবাজির থেকেও বেশি ভণ্ড! এমনটাই মনে করে ‘ফোর্থ বেল থিয়েটার্স’।

‘ফোর্থ বেল থিয়েটার্স’-এর ইউটিউবে গিয়ে দেখতে পারেন নাটকটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here