নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:
ডুয়ার্সের কালচিনির সুভাষিনি চা বাগানে উৎসাহ উদ্দীপনার সঙ্গে বীর বীরশা মুণ্ডা ১৪২ তম জন্মজয়ন্তী পালিত হল । শনিবার এই উপলক্ষে মুক্তমঞ্চে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারি, পঞ্চায়েত সমতির বনভূমি কর্মাধ্যক্ষ আব্বাস আনসারী প্রমুখ । এছাড়াও মালঙ্গী গ্ৰাম পঞ্চায়েত প্রধান বিনু থাপা, লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত প্রধান প্রাণকুমার সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য রমেশ প্রসাদ, সুভাষিনি চা বাগানের ম্যানেজার সহ বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন ।
আয়োজক কমিটির পক্ষ থেকে রঞ্জিত কুমার রায়, শিব চিকবড়াইক জানিয়েছেন, বীরশা মুণ্ডার জন্ম জয়ন্তীকে ঘিরে মনজ্ঞ সাংষ্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে । সুদূর রাঁচি থেকে শিলিগুড়ি এবং বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীরা নানা স্বাদের সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । বীর বীরশা মুন্ডার জীবনাদর্শন এবং তাঁর দীর্ঘ আন্দোলনের নানা দিক উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন এদিনের বিশেষ অতিথি আব্বাস আনসারী । চা বলয়ের সাত থেকে সত্তোর, বহু উৎসাহী মানুষ ভীড় জমান উৎসব প্রাঙ্গণে এবং শীতের রাতে নেচে-গেয়ে নিজেদের মতো করে উপভোগ করেন গোটা অনুষ্ঠান ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584