নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যাসাগরের দ্বিশত-বর্ষ জন্মজয়ন্তী বৎসর উদযাপন উপলক্ষে, নিজের পিতা-মাতা ও ছেলের স্মৃতির উদ্দেশ্যে, নিজে যে স্কুলে পড়তেন সেখানে, প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা ব্যয়ে একটি বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি দান করলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান।
বর্তমান করোনা পরিস্থিতিতে সেইরকম জাঁকজমক করে অনুষ্ঠান না করা হলেও প্রয়োজনীয় বিধি নিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথমে প্রদীপ প্রজ্জ্বোলন ও পরে আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় । এরপর মূর্তি এবং প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথি বৃন্দ ।
একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করেন দাঁতন এক নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ ঘোষ মহাশয় । এছাড়াও এদিন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি যহিসাবে উপস্থিত ছিলেন দাঁতন থানার আই সি সুব্রত মজুমদার সহ এলাকার বিধায়ক তথা দাতা বিক্রম চন্দ্র প্রধান ও এলাকা তরাই অঞ্চলের উপপ্রধান তথা ব্লক সভাপতি প্রতুল চন্দ্র দাস সহ অন্যান্যরা।
মূর্তিটির দাতা তথা বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান বলেন – “বাবা, মা ও আমার একমাত্র ছেলে দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাদের স্মৃতির উদ্দেশ্যে আমার ইচ্ছে করেছিল কিছু করার, সেই ভেবে বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ জন্ম জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে আমার মা বাবা ও ছেলের স্মৃতির উদ্দেশ্যে আমার ব্যক্তিগত অর্থে নিজের স্কুলে আমি একটি বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি দান করলাম ।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে বেহাল রাস্তা, প্রতিবাদে বিক্ষোভ টোটো চালকদের
আগামী দিনে স্কুলের উন্নয়নে এবং পরিকাঠামোগত দিকের ক্ষেত্রে যেটুকু করা দরকার সব দিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584