শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পশ্চিমবঙ্গের একাধিকবার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। অথচ কোনও ঘটনাতেই সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে এই দফতরকে। তাই এবার সোজাসুজি মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ট্যুইটারে ফের তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল।
ওই একই ট্যুইটে মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের অ্যাকাউন্টকেও ট্যাগ করে আক্রমণ করেছেন তিনি।
Human rights @MamataOfficial biggest casualty in WB and more in electoral battle. Open secret-@WBPolice @KolkataPolice opponents r intimidated and detained.
WB Human Rights Commission, protector of such rights, as per its Chairman is ‘a patient on life support system". (1/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 26, 2020
রাজ্যপাল এ দিন টুইটারে লেখেন, ‘‘পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় বলি হচ্ছে মানবাধিকার। আর তা সবচেয়ে বেশি হয় ভোটের সময়। বিরোধীদের ভয় দেখানো, আটক করার ঘটনা এখানে ‘ওপেন সিক্রেট’। আর যে সংস্থা অধিকার রক্ষার দায়িত্বে, সেই পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানই ‘লাইফ সাপোর্ট সিস্টেমে’ থাকা রোগী।’’
আরও পড়ুনঃ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে মুকুল রায়, সম্পাদক অনুপম
পশ্চিমবঙ্গ প্রশাসন যে তার দফতরকেও ধর্তব্যের মধ্যে না এনে নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে, এদিনের টুইটে সেরকম দাবিও করেছেন রাজ্যপাল।
আরও পড়ুনঃ করোনা আবহেই বিহারে তিন দফার নির্বাচন শুরু ২৮ অক্টোবর থেকে
তার কিছুক্ষণ পরে অন্য একটি ট্যুইটে তিনি লেখেন, ‘‘রাজভবন-সহ সমস্ত প্রতিষ্ঠানকে নপুংসক করার যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালাচ্ছে, তাতে সহায়তা করা চলবে না। ক্ষমতার অলিন্দকে দখলদার এবং গণতন্ত্রের বিপদগুলি থেকে মুক্ত করার জন্য স্যানিটাইজ করতে হবে। প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য পর্যালোচনা চলবে।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584