হেমন্ত মুখোপাধ্যায়ের শততম জন্মদিন উদযাপন

0
53

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Birth anniversary celebration of hemanta
নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে সূচনা হলো কিংবদন্তী সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ অনুষ্ঠান কর্মসূচির রবীন্দ্র নিলয়ে।রবীন্দ্রসমিতির উদ্যোগে ভারতীয় উপমহাদেশের এক অনন্য কন্ঠশিল্পী, সুরকার, সাহিত্যিক,চিত্র প্রযোজক কিংবদন্তী প্রতিভা হেমন্ত মুখোপাধ্যায়ের শততম জন্মদিন পালিত হলঝ রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে।

Birth anniversary celebration of hemanta
নিজস্ব চিত্র

রবিবার সন্ধ্যায় ঘরোয়া বৈঠকী আসরে কথায়, গানে স্মরণ করা হলো মহান শিল্পীরকে। অনুষ্ঠানে র শুরুতে মাল‍্যদান করা হয় রবীন্দ্রনাথ ও হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন সঙ্গীত গুরু জয়ন্ত সাহা। উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সভাপতি জগবন্ধু অধিকারী, সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সাংস্কৃতিক সম্পাদক হায়দার আলি, বিশিষ্ট বাচিক শিল্পী অমিয় পাল, সঙ্গীত শিল্পী সংঘমিত্রা দাস, প্রধান শিক্ষক তথা সঙ্গীত শিল্পী অমিতেশ চৌধুরী,কবি নির্মাল্য মুখোপাধ্যায়ের সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

আরও পড়ুনঃ নাচে গানে নাটকে আবৃত্তিতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

সঙ্গীত পরিবেশন করেন শহরের খ‍্যাতনামা সঙ্গীত শিল্পীরা। রবীন্দ্র স্মৃতি সমিতির পক্ষে লক্ষণ ওঝা ও হায়দার আলী জানান হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ কে কেন্দ্র করে সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here