দিনহাটায় প্রয়াত জননেতা কমল গুহ এর জন্মবার্ষিকী পালন

0
546

মনিরুল হক,কোচবিহারঃ

birth anniversary celebration of late kamal guha at dinhata 2
নিজস্ব চিত্র

প্রয়াত নেতা কমল গুহের ৯১তম জন্ম বার্ষিকী পালিত হল দিনহাটায়।বিকেলে দিনহাটা শহরের শহীদ হেমন্ত বসু কর্ণারে প্রয়াত জননেতা কমল স্মৃতিসৌধের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়।এদিন মাল্যদান করেন কমল গুহ জন্মোৎসব কমিটির সভাপতি ডাঃ বিদ্যুৎ কমল সাহা, সম্পাদক তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ,দিনহাটার বর্ষীয়ান নাগরিক পান্নালাল পান্ডিয়া,বর্ষীয়ান সিপিআই নেতা পল্লব চৌধুরী,দিনহাটা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সব্যসাচী মিত্র,মন্টু মিত্র,দিনহাটা পৌরসভার উপপৌর প্রধান শুভময় চক্রবর্ত্তী,কাউন্সিলর গৌরীশংকর মাহেশ্বরী,দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল,চিকিৎসক উজ্জ্বল আচার্য,তৃণমূল কংগ্রেস নেতা বিশু ধর, শিক্ষক হীরালাল দাস সহ আরও অনেকে। উপস্থিত বিশিষ্টরা ছাড়াও দিনহাটা বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কমল গুহর স্মৃতিসৌধে মাল্যদান করা হয়।

birth anniversary celebration of late kamal guha at dinhata
নিজস্ব চিত্র

এর পাশাপাশি এদিন দিনহাটা শহরের পাঁচমাথা মোড়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লক এর পক্ষ থেকে কমল গুহের জন্ম বার্ষিকী পালন করা হয়।শুধু দিনহাটা মহকুমাই নয়,কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে প্রয়াত জননেতা কমল গুহর ৯১ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ দাঁইহাট পৌর উৎসবের শুভ সূচনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here