কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পালিত হল বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী

0
69

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আজ বাংলার নবরূপকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের ১৩৯ তম জন্ম দিবস। এই মহান মানবকে শ্রদ্ধা জানাতে জন্ম বার্ষিকী পালিত হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে।

doctor Bidhanchandra Roy birth anniversary | newsfront.co
ছবি: সংগৃহীত

এদিন বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল। তিনি বলেন, “শুধু কল্যাণীর রূপকারই নন, ডা. বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের রূপকার। ডাক্তারির পাশাপাশি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন মুখ্যমন্ত্রীত্বও। ল্যাবে রক্ত বা আনুষঙ্গিক কোনও টেস্ট নয়, মানুষের মুখ দেখে বা টেলিফোনে গলার স্বর শুনে রোগ নির্ণয় করে দিতেন তিনি। বর্তমানে কোভিড -১৯ এর মত যে সব মারণ রোগের উদ্ভব হচ্ছে, বেঁচে থাকলে তার অন্তর্দৃষ্টি সেগুলোকে সহজেই মোকাবিলা করতে পারত।”

Kalyani University | newsfront.co
ছবি: সংগৃহীত

আরও পড়ুনঃ রাজ্যের বেশ কয়েকটি জেলায় জারি হলো ‘রেড অ্যালার্ট’, শুক্র-শনি প্রবল বৃষ্টির পূর্বাভাস

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায়, পরীক্ষা নিয়ামক ড. বিমলেন্দু বিশ্বাস সহ আরও অধ্যাপক, আধিকারিক ও কর্মীরা। চিকিৎসা শাস্ত্রে ডা. বিধানচন্দ্র রায় যে নতুন দিশা দেখিয়েছেন তা চিরস্মরণীয় কল্যাণীর মানুষের কাছে। শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, আজ কল্যাণীর অনেক জায়গাতেই যেমন- কল্যাণী পুরসভা, কল্যাণী মেডিক্যাল কলেজ, কল্যাণী সেন্ট্রাল পার্ক ইত্যাদিতে পালিত হল বিধান স্মরণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here