নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ
প্লেব্যাক সংগীতের জগতে কিশোর কুমার যুগস্রষ্টা। দেশের গন্ডী ছাড়িয়ে গোটা বিশ্বে সমাদৃত তিনি। আজ ৪ অগাস্ট তাঁর জন্মদিন। সর্বত্র পালিত হচ্ছে তাঁর জন্মদিন। আমাদের নিত্য দিনের সঙ্গী কিশোর কুমারের গান।
এই লেজেন্ড শিল্পীকে যখন কোনো থানায় অনুষ্ঠান করে স্মরণ করা হয় তখন কেমন লাগে! থানা মানে তো আমাদের কাছে বেশ একটা গুরুগম্ভীর ব্যাপার–রাশভারী সব পুলিশ অফিসাররা থাকেন, মোটা মোটা ফাইল থাকে; দূর থেকে দেখলে মনে হয় যেন ভিন্ন গ্রহ।
সেই পুলিশ আধিকারিকরা কি গান গাইতে পারেন! তাঁরা কি সিনেমা দেখেন! তাঁরা কিশোর কুমারের গানে মাথাও দোলান! ভাবাই যায় না। কিন্তু হ্যাঁ, তাঁরাও আমাদের মত সাধারণ মানুষ, গান শোনেন শুধু নয় গান গেয়েও ওঠেন মাঝে মাঝে।
আরও পড়ুনঃ শ্রদ্ধার্ঘঃ চার সুতোয় বাঁধা কিশোর’জির জীবন
এই রকমই একটি দৃশ্য দেখা গেল আজ পুরুলিয়া জেলার একটি গ্রামীন থানায়। পুরুলিয়া জেলার বরাবাজার থানায়, আইসি শ্রী সৌগত ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা মেতে উঠলেন কিশোর কুমারের জন্মদিন উদযাপনে। সারাদিনের ব্যস্ততা ভুলে নিজেরা গান গেয়ে স্মরণ করলেন কিশোর কুমারকে। কিছুক্ষনের জন্য পুলিশের উর্দির বাইরে নিজেরাও ফিরে গেলেন হয়তো তাঁদের স্কুল-কলেজ জীবনের স্মৃতি বিজড়িত দিনগুলোয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584