শ্রদ্ধার্ঘঃ চার সুতোয় বাঁধা কিশোর’জির জীবন

0
102

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

kishore kumar
ছবিঃ সংগৃহীত

৪ ঠা অগাস্ট। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ৯২ তম জন্মদিন। আসল নাম আভাস কুমার গাঙ্গুলি। মধ্যপ্রদেশের খান্দোয়াতে জন্ম তাঁর। ভারতে তখন ব্রিটিশ শাসন চলমান।

singer
ছবিঃ সংগৃহীত

৪ সংখ্যাটি তাঁর জীবনে নানাভাবে গুরুত্বপূর্ণ। বলা যায় চার সুতোয় বাঁধা শিল্পীর জীবন। কীভাবে? কিশোর কুমার ৪ অগাস্ট ভোর ৪ টের সময় জন্ম গ্রহণ করেন এবং তিনি বাবা মায়ের চতুর্থ সন্তান। তিনি জীবনে ৪ টি বিয়ে করেন, চলচ্চিত্র জীবনে ৪টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন প্রবাদ প্রতিম শিল্পী কিশোর কুমার গাঙ্গুলি।

kishore kumar
ছবিঃ সংগৃহীত

তিনি ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা, চিত্র পরিচালক এবং রেকর্ড প্রযোজক। ধ্রুপদী, রবীন্দ্র সঙ্গীত এবং রক গানে চিরকাল শ্রোতার মন মাতিয়েছেন, যার রেশ আজও অব্যাহত। কোন মহিলা সঙ্গীত শিল্পীর সঙ্গে না গান গেয়েছেন তিনি? লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে সহ অগণিত কিংবদন্তী শিল্পীর নাম এই প্রসঙ্গে চলে আসে।

আরও পড়ুনঃ হাজির বিরসার ‘মুখোশ’-এর ট্রেলার, বিগ স্ক্রিনে ডেবিউ শর্ট ফিল্মের শাহির রাজের

বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, অসমিয়া, কন্নড়, মালয়ালম, উর্দু, ওরিয়া ভাষায় বহু গান রেকর্ড করেছেন তিনি।

kishore kumar
ছবিঃ সংগৃহীত

তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যাও কম নয়। তালিকায় আছে লুকোচুরি, পড়োশন, চলতি কা নাম গাড়ি, বাপরে বাপ, হাফ টিকিট-এর মতো জনপ্রিয় সব ছবি। তবে, বাংলা ছবির সংখ্যা চারটি৷ আট বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের সম্মান পান ‘ফিল্ম ফেয়ার উৎসব’-এ। তাঁর নামে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য ‘কিশোর কুমার পুরস্কার’ চালু হয়েছে। তাঁকে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক ‘লতা মঙ্গেশকর পুরস্কার’ দেওয়া হয়৷ তাঁর পুরস্কারের ঝুলি পরিপূর্ণ। সেই সংখ্যা নির্ণয় বাতুলতা মাত্র।

আরও পড়ুনঃ  মানুষের জীবন রঙিন করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আসছে নতুন শো ‘রিশতা’

একই সঙ্গে বেশ মজার মানুষ ছিলেন তিনি। একবার তো নিজের জন্মদিনে সব আয়োজন করে নিজেই হাজির হলেন সবার পরে৷ অতিথিরা সবাই যখন অপেক্ষা করে বাড়ি চলে যাচ্ছেন শিল্পী এসে এক গাল হেসে বললেন, কেমন দিলাম? এমনই কৌতুকপ্রিয় রসিক মানুষ ছিলেন কিশোর জি।
তাঁর ৯২ তম জন্মদিনে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানায় টিম নিউজ ফ্রন্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here